ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় সাতবাড়িয়া থেকে সেনাবাহিনীর সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে একটি ইতালির তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। রোববার উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এ অভিযানে সাতবাড়িয়া গ্রামে ১৭ জুন বিএনপির দুই গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনায় জড়িত মূল আসামি মাসুম রেজা লালন (৪৫)-এর বাড়িতে অভিযান চালিয়ে এগুলো পাওয়া গিয়েছে। এ সময় ইতালির তৈরি একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের আগে আসামি পালিয়ে যায়।
এছাড়াও মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামের ওহিদুল ইসলাম মেম্বারের (৫৪) বাড়িতে আরেকটি অভিযান চালিয়ে কবুতরের ঘর থেকে দুটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন লামইয়ানুল (রওশন আরা রেজি.) নেতৃত্বে একটি টহল দল এই অভিযান পরিচালনা করেন।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss