সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী এলজিইডি কামরুজ্জামান কোটি কোটি টাকা আত্মসাৎ পর্ব - ১সাতক্ষীরা অফিসঃসাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী স্বৈরাচার আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা যশোর শাহিন চাকলাদার এর ভাই পরিচয় দিয়ে কোটি টাকা দুর্নীতি শেখ হাসিনাকে ভালোবাসি ভালোবাসবো কোটি কোটি টাকা আত্মসাৎ করেছি তাই কি হয়েছে বলে জানিয়ে দেন সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী এলজিইডি কামরুজ্জামান।
অনুসন্ধানে গিয়ে জানা যায় দীর্ঘদিন স্বৈরাচার আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা যশোর জেলার সাবেক এমপি শাহিন চাকলাদার ভাই পরিচয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের জয়েন সেক্রেটারি রফিকুলের সহযোগিতায় সাতক্ষীরায় থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এই সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী এলজিইডি কামরুজ্জামান নিজের অফিসকে বানিয়েছেন স্বৈরাচারের আওয়ামী লীগের নেতাদের আস্তানা স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ নেতাদের নিয়েই অফিসে করেন মিটিং।কিন্তু সরকার পতন হওয়ার পরেই ঘুষ দুর্নীতি বন্ধ থাকলেও সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)মোঃকামরুজ্জামান দুর্নীতি লুটপাট বন্ধ হয় নয় কামরুজ্জামান স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের জয়েন সেক্রেটারি ঠিকাদার রফিকুলের সাথে ৫০% শেয়ারে কাজ করেন,এই রফিকুল জেলা যুবলীগের জয়েন্ট সেক্রেটারি পরিচয়ে বিগত সময় একাই রাজত্ব কায়েম করিয়ছোন,কামরুজ্জামান সাহেব এদিকে শাহিন চাকলাদার এর ফুফাতো ভাই বলে । মনের মত অনিয়ম ও দুর্নীতি করেছে নিজেই ব্যাংকে জমিয়েছেন কোটি কোটি টাকা করেছেন অটল সম্পদ তার এই দুর্নীতি বিরুদ্ধে সাধারণ জনগণ দুদুকের সুদৃষ্টি কামনা করছেন
এ ব্যাপারে সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী এলজিইডি কামরুজ্জামান কাছে জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ আমি শাহীন চাকলাদের এর ভাই এবং শেখ হাসিনাকে ভালোবাসি তাই কি হয়েছে আমি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছি ঠিক আছে আপনি অফিসে আছেন বসে কথা বলেন।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss