July 27, 2025, 8:56 pm
Title :
দৌলতপুর শ্যামপুর ফাঁড়ির আইসির বিরুদ্ধে ভয়ভীতি, ঘুষ ও মাদক ব্যবসায় যোগসাজশের অভিযোগ ভারতে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, সর্বস্ব লুটপাট ভেড়ামারা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট। কুষ্টিয়ার সব থানায় অনলাইন জিডি সেবা চালু: জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা কুষ্টিয়ার দৌলতপুরে জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল-শরিফ উদ্দিন জুয়েল।। মিরপুর থানা পুলিশের সফল অভিযান অপহরণ ও চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত ৩ আসামি গ্রেফতার ময়মনসিংহে ৩ হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে যুবক নিহত ধর্ষণের পর হত্যা করে সেপটিক ট্যাঙ্কে নারীর লাশ গুম করে রোহান: অবশেষে পিবিআই এর জালে আটক ঝিনাইদহে ৭ শিংওয়ালা গরুর সন্ধান! বিরল গরু দেখতে উৎসুক মানুষের ভিড়

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মোঃ লিটন উজ্জামান
  • Update Time : Wednesday, June 25, 2025
  • 14 Time View

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় “—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করেছে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ। দিনব্যাপী আয়োজনে ছিল সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পরিবেশবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী।

সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আলোচনা সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা প্লাস্টিক ব্যবহারটা কমাই। কারণ প্লাস্টিক দূষণ জলবায়ু ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। জলবায়ুকে কোনভাবেই পরিবর্তন করা যাবে না, কিন্তু আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে পারি।

তিনি আরো বলেন, পরিবেশ আন্দোলন কোনো নির্দিষ্ট অফিস কিংবা ডিপার্টমেন্টের আন্দোলন নয়। এটি একটি জাতীয় আন্দোলন, একটি সামগ্রিক আন্দোলন। এই আন্দোলনে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে যুক্ত হতে হবে। একক কোনো বিভাগের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। তাই আমাদের সকলকে আন্তরিক হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) ময়মনসিংহের মহাপরিচালক ফরিদ আহমদ (যুগ্মসচিব) বলেন, প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সংকট, যা পরিবেশ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই সংকট মোকাবিলায় আমাদেরকে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান, আইনের কঠোর প্রয়োগ ও নজরদারি, গবেষণামূলক কার্যক্রম জোরদার করা এবং শিক্ষা পাঠ্যক্রমে পরিবেশগত বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি।

তিনি আরও বলেন, শুধুমাত্র সরকার নয়, ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের অংশগ্রহণে এই দূষণ মোকাবিলা সম্ভব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মায়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: মেজবাবুল আলম। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরিবেশবান্ধব জীবনচর্চার অঙ্গীকারে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভায় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো: আবু বকর সিদ্দীক, অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহরোয়ার্দী হোসেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও পরিবেশ আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102