দিনাজপু প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টায় বীরগঞ্জ শালবন কমিউনিটি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর
ডাচ্ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো:উজ্জ্বল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর শাখার মোবাইল ব্যাংকিং রিজিওনাল ম্যানেজার মোঃ নাদিয়াল মঈন চৌধুরী, দিনাজপুর রকেট ও রিজিওনাল ম্যানেজার
এস এম শহিদুল ইসলাম,
এজেন্ট ব্যাংকিং এন্ড মোবাইল ব্যাংকিং দিনাজপুর জেলা ম্যানেজার আব্দুল মালেক,
ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং
এবং এরিয়া ম্যানেজার মো: আব্দুস সালাম,কমপ্লেস ম্যানেজার মো: আলতাফ হোসেন এবং মাস্টার এজেন্ট ও ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং বীরগঞ্জের ব্যবস্থাপক আরিফ মাসুম পল্লব।
কর্মশালায় ব্যাংকিং কার্যক্রম, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, সঞ্চয়ের গুরুত্ব এবং আর্থিক ব্যবস্থাপনার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা বলেন, সারা দেশে ৬ হাজার এজেন্ট ব্যাংকিং শাখার রয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য আর্থিক সাক্ষরতা জরুরি। সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন এজেন্ট ব্যাংক পরিচালক, জনপ্রতিনিধি, গ্রাহক, সাংবাদিক, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss