July 27, 2025, 6:26 pm
Title :
দৌলতপুর শ্যামপুর ফাঁড়ির আইসির বিরুদ্ধে ভয়ভীতি, ঘুষ ও মাদক ব্যবসায় যোগসাজশের অভিযোগ ভারতে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, সর্বস্ব লুটপাট ভেড়ামারা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট। কুষ্টিয়ার সব থানায় অনলাইন জিডি সেবা চালু: জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা কুষ্টিয়ার দৌলতপুরে জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল-শরিফ উদ্দিন জুয়েল।। মিরপুর থানা পুলিশের সফল অভিযান অপহরণ ও চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত ৩ আসামি গ্রেফতার ময়মনসিংহে ৩ হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে যুবক নিহত ধর্ষণের পর হত্যা করে সেপটিক ট্যাঙ্কে নারীর লাশ গুম করে রোহান: অবশেষে পিবিআই এর জালে আটক ঝিনাইদহে ৭ শিংওয়ালা গরুর সন্ধান! বিরল গরু দেখতে উৎসুক মানুষের ভিড়

হিজলায় ভূমিদস্যুর বিরুদ্ধে, ভুক্তভোগীদের  মানববন্ধন।

মোঃ লিটন উজ্জামান
  • Update Time : Friday, June 27, 2025
  • 11 Time View

 

হিজলা প্রতিনিধি:
বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ভূমিদস্যু ,আন্তঃজেলা ডাকাত দলের সরদার ঝন্টু ব্যাপার ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার (২৭ জুন),শুক্রবার সকাল ১১ টায়  উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে  দলের ক্ষমতার অপব্যবহার করে জোর জবরদস্তি জমি দখল করে এবং বিভিন্নভাবে  হুমকি প্রদান করে, অবৈধ ভাবে ১০-১২ জন ভুক্তভোগীর জমি জমা আত্মসাৎ করে শূন্য থেকে বনে জান কোটিপতি। তিনি ছিলেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার প্রভাবে এলাকাবাসী মুখ খুলতে ভয় পেতো। দরিদ্র অসহায় এলাকাবাসী এই ভূমিদস্যুর ও তার সহযোগীদের হাত থেকে মুক্তি চায়। অসহায় এলাকাবাসী তাদের জমি ফেরত চান এই ভূমিদস্যু ঝন্টু ব্যাপারী থেকে । মানববন্ধনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানান, হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় ঝন্টু বেপারী ও তার সহযোগিরা দীর্ঘ দিন ধরে এলাকায় জোরপূর্বক জমি দলখ,অবৈধ কার্যকলাপ সহ নানা অপকর্ম করে আসছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুললে খুন করার হুমকি সহ তাদের শারীরিক নির্যাতনের মাধ্যমে এলাকা ছাড়া করেন । জমির দলিল, খাজনা, মিউটিসন থাকার পরেও নিরীহ মানুষের জমি জোরপূর্বক দলখ করে হয়রানি করে আসছে এই ভূমিদস্যুরা। তাদের বিরুদ্ধে হিজলা থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। এরই প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবী, এই মামলাবাজ ভূমিদস্যু  ঝন্টু বেপারী ও তার সহযোগীদের হাত থেকে নিরীহ মানুষেরা  মুক্তি চায় । নিরীহ মানুষেরা বাঁচতে ও তাদের জমি ফেরত চায়। এসময়  এক ভূক্তভোগি বলেন, ‘আমি প্রায় ৪০বছর আগে একটি জমি ক্রয় করি,আমার দলিল, রেকর্ড থাকার পরেও জমির উপর ঝন্টু বেপারী ও তার সহযোগিরা অনেক বছর যাবত জোরপূর্বক দখল করে রেখেছে। আমাদের জমি বুঝিয়ে দিচ্ছে না। তারা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতেও সাহস পাচ্ছে না। আমি জমির কাছে গেলে আমাকে খুন করার হুমকি প্রদান করে ভূমিদস্যু ঝন্টু বেপারী ও তার সহযোগীরা। আমি এদের সর্বোচ্চ বিচার দাবী করছি। একই অভিযোগ করেন, খুন্না গোবিন্দপুর এর আঃ খালেক চৌকিদার,খলিল মোল্লা, রওশন আরা, মাস্টার আইয়ুব আলী, সরকারি চাকুরীজীবী মোঃ সেলিম মিয়া, শহিদ আকন, তোফাজ্জল মাষ্টার, মিঠু হাওলাদার, আবুবকর, আব্দুল মালেক (অডিটর, অবঃ), মোঃ মজিবল মাষ্টার,কর্মকর্তা, মোঃ শাহেদ সহ ভূক্তভোগির পরিবারের সদস্যরা । তবে এসব অভিযোগের বিষয় মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি ঝন্টু বেপারীকে। এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, হুমকি প্রদান, জমি দখল করলে, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন গত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102