রতন ঘোষ বিশেষ প্রতিনিধি :
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদর সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল জামালপুর, ঠোটারপাড়া, মহিষকুন্ডি ও আশ্রয়ণ এলাকায় টানা অভিযান পরিচালনা করে।
শনিবার (২৮ জুন) মধ্যরাতে দিকে কুষ্টিয়ার দৌলতপুরেআশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৬-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দৌলতপুর থানার ঠোটারপাড়া গ্রামের মো. মিল্টন এর ছেলে মো. সোহেল (২৮) কে ১৭ বোতল (৫০ এমএল) ভারতীয় এলএসডি ও ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য (আট কোটি চুরাশি লক্ষ ত্রিশ হাজার) টাকা।
আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ যথাযথভাবে দৌলতপুর থানায় মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।
নিবার বেলা ১২টার দিকে বিজিবির পক্ষ থেকে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদকদব্যসহ আসামী আটক বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবির কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss