মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের এডিপির অর্থায়নে "নারীর উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পরবর্তী সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৫" এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এই কর্মসূচির মাধ্যমে ২৩ জন নারী সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা নিজেদের তৈরি পোশাক প্রদর্শন করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ছানোয়ার হোসেন ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রাম কুমার সাহা।
সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রণধীর দেবনাথ এবং সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামছুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর বর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি মো. নুরুল হক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আলমসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে সেলাই মেশিন ও নগদ ১,০০০ টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নারীর আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মো. শাহীন আলম,
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ।
০১.০৭.২০২৫
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss