ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
জনস্বাস্থ্য ও পরিবেশে ভয়াবহ হুমকি, দ্রুত পদক্ষেপ দাবি জনগণের
চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার প্রাণকেন্দ্র এখন যেন এক বিষাক্ত পরিবেশে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে প্রধান সড়কের পাশ ও বাজার এলাকার আশপাশে ময়লার স্তূপ জমে উঠেছে বিশাল আকারে। প্রতিদিনের গৃহস্থালি বর্জ্য, বাজারের পঁচা-গলা ময়লা এবং রাস্তার ধুলোবালি মিলে তৈরি হয়েছে এক তীব্র দুর্গন্ধের পরিবেশ, যা সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ।
দুর্গন্ধে পথচারীদের পথ চলাই দায়!
জীবননগর সদরের ব্যস্ততম রাস্তাগুলোর পাশে জমে থাকা ময়লার স্তুপ থেকে নির্গত দুর্গন্ধে চলাচলের সময় নাক চেপে ধরতে হচ্ছে পথচারীদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা। আশপাশের বাসিন্দারা জানান, ময়লার কারণে ঘরের দরজা জানালাও বন্ধ রাখতে হচ্ছে, কারণ দুর্গন্ধ এতটাই তীব্র যে ঘরের ভেতরেও টেকা দায়।
স্বাস্থ্যঝুঁকিতে শহরবাসী, বাড়ছে রোগবালাই
স্থানীয় চিকিৎসকরা বলছেন, এভাবে ময়লা পড়ে থাকলে জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ে বহুগুণ। শিশুদের মধ্যে ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্টসহ নানা অসুস্থতা বাড়ছে। এতে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। কেবল দুর্গন্ধই নয়, ময়লার স্তূপে জন্ম নিচ্ছে মশা, মাছি ও ইঁদুরের মত নানা ধরনের রোগবাহী পোকামাকড়, যা আরও ভয়াবহ বিপদের আলামত বহন করছে।
স্থানীয়দের ক্ষোভ: পৌরসভার ভূমিকা প্রশ্নবিদ্ধ
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন,
"আমরা দিনের পর দিন এই গন্ধের মধ্যে বাস করছি। পৌরসভাকে একাধিকবার বলেছি, কিন্তু তারা একবার পরিষ্কার করলেও নিয়মিত করছে না। এতে প্রতিনিয়ত সমস্যা বাড়ছে।"
আরেকজন বলেন,
"পৌর শহরের মাঝে এভাবে ময়লার স্তূপ জমে থাকা সত্যিই লজ্জাজনক। সরকার কি দেখছে না?"
সচেতন মহলের দাবি: দ্রুত হস্তক্ষেপ করুক সরকার
পরিবেশবাদী ও সচেতন মহল বলছেন, জীবননগরের পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলানো, নিয়মিত পরিষ্কার, জনসচেতনতা বাড়ানো ও পৌরসভার নজরদারি জোরদার না হলে অবস্থা আরও ভয়াবহ হবে।
সরকারের কাছে জোর দাবি: এখনই কার্যকর পদক্ষেপ নিন
জীবননগর পৌর শহরকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দৃষ্টি না দিলে ভবিষ্যতে এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে জনগণের একটাই দাবি— "জীবননগরকে বাঁচান, ময়লা অপসারণে স্থায়ী সমাধান দিন!"
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss