গোলাম কিবরিয়া পলাশ, ব্যরো প্রধান ময়মনসিংহঃ
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, আসুন আলোকিত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি ঠেকাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১জুলাই) বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কেওয়াটখালী এলাকায় চুরি, ছিনতাই , মাদক, জুয়া, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনগণকে সচেতন, সতর্ক করার মাধ্যমে সকল অপরাধ নির্মুল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও স্বাভাবিক রাখার লক্ষে বিট পুলিশিং সবা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, যারা চুরি, ছিনতাই, মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি, চুরি-ছিনতাই করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদেরকে পর্দার আড়াল থেকে সহযোগিতা করবে তাদেরও আইনের আওতায় আনা হবে। ময়মনসিংহে মাদক, জুয়া, ইভটিজিং, চাদাবাজি, চুরি, ছিনতাইকারী, জঙ্গিবাদ ও সন্ত্রাসী করে কেউ ছাড় পাবে না।
এ ছাড়াও সন্ত্রাস, মাদক, চুরি, ছিনতাই, খুন, হত্যা, চাঁদাবসজি ও ধর্ষণের মত জগণ্য ঘটনা ছাড়াও অন্য যে কোন অপরাধ যাতে না হয় তার জন্য জনগণের উপলব্ধি বাড়াতে এবং ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধসহ সকল প্রকার অপরাধ নির্মুলে সবাইকে সচেতন, সহনশীল ও সতর্ক থাকারও আহবান জানান ওসি শিবিরুল ইসলাম।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিট পুলিশিং সমাবেশ এর আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, সমাজে বিঘ্ন সৃষ্টিকারীর সংখ্যা গুটি কয়েকজন। এদেরকে শায়েস্তা করার জন্য পুলিশের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে। এদেরকে প্রতিহত করা কঠিন কাজ নয়। পুলিশের কাজ শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা। সকলের সহযোগীতা থাকলেই কেবল এটা সম্ভব।
এ সময় কোতোয়ালি মডেল থানার এএসআই হুমায়ুন কবিরসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ কেওয়াটখালী এলাকার বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উপস্থিত স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার লোকজন বক্তব্য প্রদান করে পুলিশের পাশে থেকে সার্বিক ভাবে সহযোগিতা করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।