রুবেল ইসলাম: পঞ্চগড়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার পঞ্চগড়ে আয়োজিত এক বিশাল পদযাত্রা ও সমাবেশে নতুন বাংলাদেশের প্রত্যয় ঘোষণা করেছেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমের নিজ জন্মভূমি পঞ্চগড়ে এই আয়োজন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় ব্যাপক সাড়া। জজ কোর্ট এর সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি চৌরঙ্গী মোড় প্রাঙ্গণে।
সমাবেশে বক্তব্য রাখেন:
নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, বলেন:
“পঞ্চগড় সীমান্তে হত্যা, পুশ ইন এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এনসিপি সব সময় জনগণের পাশে আছে।”
সারজিস আলম বলেন:
“আমার জন্মভূমি পঞ্চগড়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমরা দল নয়— দেশ ও জনগণের জন্য রাজনীতি করছি। আমাদের লড়াই সুশাসন, মানবিকতা ও ন্যায়ের পক্ষে।”
ডা. তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারী, আবদুল হান্নান মাসউদ, সামান্থা সার্বর নীভা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
কী বার্তা দিলেন নেতারা?
সমাবেশে বক্তারা পঞ্চগড়ের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, এনসিপি কখনও চেতনার রাজনীতি থেকে সরে আসবে না।
জনগণের অংশগ্রহণ:
স্থানীয় তরুণ-তরুণীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা ছিল মুখর। “পরিবর্তন চাই, মানবিক বাংলাদেশ চাই”— এই স্লোগান। বারবার ধ্বনিত হয় জনতার কণ্ঠে।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss