ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
প্রকাশক ও সম্পাদক মোঃ অমিদ হাসানের উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
সাংবাদিকদের কষ্টার্জিত শ্রমের মূল্যায়ন ও ন্যায্য সম্মানী নিশ্চিত করতে সাহসী পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘দৈনিক সতর্ক বার্তা’। প্রতিনিধি বেতন প্রদানের উদ্দেশ্যে এই পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ অমিদ হাসান নিজ উদ্যোগে ১ লাখ টাকা ডিপোজিট করেছেন।
এই অর্থ পত্রিকার ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র সারা দেশের প্রতিবেদকদের বেতন দেওয়ার জন্য সংরক্ষিত থাকবে। প্রতিষ্ঠানিক দায়িত্বশীলতা ও প্রতিনিধি কল্যাণে এটি এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হচ্ছে।
প্রকাশক মোঃ অমিদ হাসান বলেন,
"প্রতিদিন মাঠে থেকে যারা খবর সংগ্রহ করেন, তাদের যথাযথ মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিনিধি বেতন যেন নিয়মিত দেওয়া যায়, সে লক্ষ্যেই এই ডিপোজিট।"
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন জেলার প্রতিনিধিরা। তারা বলছেন, এই ধরনের পদক্ষেপ আরও অনেকে গ্রহণ করলে সাংবাদিকতা পেশায় স্থায়িত্ব ও পেশাগত মর্যাদা
বৃদ্ধি পাবে।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss