মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়া জেলার মিরপুর থানা পুলিশের তৎপর অভিযানে অপহরণ ও চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ পিয়ারুল ওরফে পিরজ (৪৫), পিতা—ইমান আলী, সাং—হরিপুর, থানা—কুষ্টিয়া সদর
২। মোঃ ফারুক হোসেন (৪৫), পিতা—মৃত ময়েন উদ্দিন, সাং—হিজলাকর, থানা—কুমারখালী ৩। মোঃ ফারুক হোসেন (৪৫), পিতা—আব্দুল গনি, সাং—বারখাদা, থানা—কুষ্টিয়া সদর
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে রানাখড়িয়া গ্রামের কদমতলা মোড়ে সাইফুল কবিরাজের অফিসের পাশে বসা অবস্থায় ভুক্তভোগী মোঃ মিজানুর রহমানকে অপহরণ করা হয়। আসামিরা দুটি মোটরসাইকেলযোগে এসে তাকে জোরপূর্বক কুষ্টিয়া সদর থানাধীন হরিপুর গ্রামে একটি বাড়িতে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে আটকে রাখে।
পরবর্তীতে ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে তার ভাই মোঃ শাহারুল ইসলামের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর গলায় রশি পেঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসামিরা।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি মিরপুর থানা পুলিশকে জানানো হলে, পুলিশ পূর্ব প্রস্তুতি নিয়ে ১৩ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগীকে উদ্ধার এবং এজাহারভুক্ত তিন আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ ফারুক হোসেন (সাং—বারখাদা) এর বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে: এফআইআর নং-১১, তারিখ: ০৫.০৯.২০১১, ধারা: ৩৮০/৪১১ এফআইআর নং-২৬/২১১, তারিখ: ৩১.০৮.২০২০, ধারা: ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪
মিরপুর থানায় দায়ের করা মামলাটি (নং-২০, তারিখ: ১৪.০৭.২০২৫) বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলাটি দণ্ডবিধি ৩৪২/৩৬৫/৩৮৭ ধারা অনুযায়ী রুজু করা হয়েছে। মোট চার আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের জেল হেফাজতে রাখা প্রয়োজন।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss