রতন কুমার ঘোষ ভেড়ামারা থানা প্রতিনিধি
ভেড়ামারা উপজেলায় মঙ্গলবার ২২ জুলাই বেলা ১১টায় ভেড়মারা উপজেলা কনফারেন্স রুমে আইন-শৃংখলা কমিটির মাসিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথিদের মধ্যে অনেকেই আইন-শৃংখলা পরিস্থিতির নিয়ে বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত কাজ করছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়মিত সভা ও অভিযান পরিচালনা করা হয়।
ভেড়ামারা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার ওসি তদন্ত রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয় কর্মকর্তা আসমান আলি, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শহিদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা
জাহিদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা: আমিরুল ইসলাম মান্নান, উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধি, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।