ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকান মালিককে প্রকাশ্যে মারধর করে আঙ্গুল ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের সূত্রে জানা যায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আজাহারুল ইসলাম আনছারুল (৩২), ভালুকা থানাধীন বর্তা কফি হাউজ সংলগ্ন ‘মা স্টোর’ নামের তার দোকান থেকে অভিযুক্ত ইসমাইল হোসেন (৩৪) ও সেলিমা (২৮) দীর্ঘদিন ধরে পণ্য কিনে ১০ হাজার টাকা বাকি রাখেন। পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা নানা অজুহাতে এড়িয়ে যান। পরে টাকা ফেরত না দিয়ে দোকানে আসা বন্ধ করে দেন এবং তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেন।
গত বুধবার (১৩ আগস্ট ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে বর্তা এলাকার আজিজ মেম্বারের বাড়ির সামনে আনোয়ারের দোকানে ইসমাইল হোসেনের সঙ্গে দেখা হলে তিনি পুনরায় পাওনা টাকা চান। এসময় ইসমাইল হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে তার ডান হাতের অনামিকা আঙুল ভেঙে যায় এবং তর্জনী আঙ্গুল ফেটে যায়।
ঘটনার সময় উপস্থিত লোকজন বাধা দিলে ইসমাইল হোসেন প্রকাশ্যে হুমকি দেন—তিনি যদি আবার পাওনা টাকা চান, তবে তাকে বা তার পরিবারকে বাজার বা রাস্তায় পেলে মারধর, খুন ও লাশ গুম করবেন, অথবা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন।
পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যবসায়ী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং কিছুটা সুস্থ হওয়ার পর থানায় লিখিত অভিযোগ করেন।
ভালুকা থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss