মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
ইমদাদুল উলুম মাদ্রাসা কুষ্টিয়া এর সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছেন।৬/৯/২০২৫ ইংরেজি রোজ শনিবার সকাল নয়টা, কুষ্টিয়া শহরের ১৪ নং ওয়ার্ড জুগিয়া শেখপাড়া মাদারশাহ মোড় ইমদাদুল উলুম মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা পরিচালক বিশিষ্ট ইসলামি স্কলার মুফতী ফরীদ উদ্দীন আবরার দাঃবাঃ এর সভাপতিত্বে সীরাতুন্নবী উপলক্ষে এক সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইসলামি সংগীত হামদ-নাত,কেরাত,
বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মাদ্রাসার নুরানি, হেফজ ও কিতাব বিভাগের বিভিন্ন ছাত্র-ছাত্রী। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র- ছাত্রীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা এর শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss