মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি -
হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনায় ২ জন আটক!! উভয়কে ১ মাসের কারাদন্ড।
ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের অন্তর্গত হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছেন ভেড়ামারা উপজেলা প্রশাসন।
সোমবার (০৪ সেপ্টেম্বর’২৫) দুপুর ২ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন ও ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার জাতীয় মেশিন চালিত নৌকাকে ধাওয়া করেন। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ কামাল প্রামানিক (৪৯), পিং-মোঃ নুর প্রামানিক, সাং-বাহিরচর ১৬দাগ, ও মোঃ হাফিজুর রহমান (২৪), পিং-মোঃ আজাদ, সাং-খাজানগর, কুষ্টিয়াকে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা অপরাধে একই আইনের ১৫ (১) মোতাবেক ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে উভয়ে দন্ডিত হইয়াছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত তদারকি করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।
এ ঘটনায় স্থানীয় পদ্মাপাড়ের স্থানীয় জনসাধারণ, কৃষকমহল ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানান।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss