
পাবনা প্রতিনিধি:
পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন। প্যারেডে জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি শৃঙ্খলা মেনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্যারেড কমান্ডারের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার।
এরপর সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভায় বিগত মাসের প্রস্তাবিত কল্যাণমূলক সিদ্ধান্ত অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। একইসাথে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার।
দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় জুলাই মাসের ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৩ জন অফিসারকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি পিআরএল-এ গমনকারী ২ জনকে ক্রেস্ট ও জায়নামাজ প্রদান করা হয়। সভায় পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।