
মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
হযরত সোলায়মান শাহ্ চিশতী (রহঃ) দরবার শরীফে প্রতিটি অনুষ্ঠানে এবং সুযোগ খুঁজে’ই চলে আসেন,কবিরাজ মোঃ রফিকুল দরবেশ (চিশতী)।
তিনি সৎ সাহসী এবং অসহায় দারিদ্র্য মেহনতী মানুষের আস্তাভাজন হিসেবে সকলেই শ্রদ্ধা করেন।কবিরাজ মোঃ রফিকুল দরবেশ (চিশতী)
সকলের দোয়া ও ভালোবাসা পেয়ে।সকলে’র সেবার মাধ্যমে,
সকলের মাঝে থাকতে চান তিনি।কবিরাজ মোঃ রফিকুল দরবেশ চিশতী) তিনি বলেন হযরত সোলায়মান শাহ্ চিশতী (রহঃ) দরবার শরীফ পদ্মা নদীর তীরে, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকায় অবস্থিত। তিনি একজন আধ্যাত্মিক সাধক পুরুষ সোলাইমান শাহ্ চিশতীর মাজার, যিনি ভক্ত ও আশেকানদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। প্রতি বছর এখানে ওরশ অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। হযরত সোলায়মান শাহ্ চিশতী (রহঃ) দরবার শরীফ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সকল থেকে শুরু করে, প্রশাসন সহ বিভিন্ন মিডিয়া এবং সাধারণ মানুষের সার্পোটে এ মাজারটি অনেক উন্নত এবং সুনাম অর্জন করেছেন।কবিরাজ মোঃ রফিকুল দরবেশ (চিশতী) তিনি বলেন সব কিছু’ই আল্লাহ হুকুমে সকল দোয়া কবুল হন।আল্লাহ তা’আলাই সকল শক্তির উৎস এবং তাঁরই মতো শক্তি আর কারো নেই। মহাবিশ্বের সবকিছু তাঁরই সৃষ্টি, তাঁর নিয়ন্ত্রণাধীন এবং তাঁর ইচ্ছানুযায়ীই পরিচালিত হয়। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই যা তাঁর ক্ষমতার সমকক্ষ হতে পারে।