মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিপুর ইউনিয়নে,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ লক্ষে শুক্রবার বিকেল ০৪:৩০ মিনিটের সময় মোকারিমপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত গোলাপনগর বাজারের পাশে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা - মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন তারেক রহমানের বার্তা ও ৩১ দফা সংস্কারপথসভায় ড. সাইফুল ইসলাম তার বক্তব্যে তারেক রহমানের নির্দেশকে অগ্রাধিকার দেন।
তিনি বলেন“তারেক রহমানের নির্দেশে আমি জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের অঙ্গীকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। জনগণই আমাদের শক্তি, জনগণের সমর্থনই আমাদের ভরসা।”
তাঁর বক্তৃতার সময় জনতা মুহুর্মুহু করতালির মাধ্যমে সমর্থন জানায় সকল জনসাধারণ। অনেক আবেগাপ্লুত কর্মী জানান, “এমন একজন শিক্ষিত, সৎ ও নির্লোভ বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীকে আমরা দীর্ঘদিন পর পেয়েছি। ” পথসভায় বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার পরিকল্পনার লিফলেট জনগণের হাতে হাতে বিতরণ করা হয়। ড. সাইফুল ইসলাম প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে কুষ্টিয়া-২ আসনকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে একটি মডেল এলাকায় রূপান্তর করবেন।
গণতন্ত্র পুনরুদ্ধারের স্পষ্ট বার্তা
বক্তৃতার শেষ ড. সাইফুল ইসলাম তার রাজনৈতিক অঙ্গীকার স্পষ্ট ভাষায় তুলে ধরেন:আমরা জনগণের পাশে থাকতে চাই, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের চলতেই থাকবে।”
গোলাপনগরের এই জনজোয়ার এবং জনগণের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস স্পষ্ট বার্তা দেয়—কুষ্টিয়ার মাটিতে বিএনপি পুনরায় সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠেছে। একই সঙ্গে, অধ্যাপক ড. সাইফুল ইসলাম যে এই অঞ্চলের ভোটারদের কাছে একজন জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিশেষ দ্রষ্টব্য: এই পথসভা ছিল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ সভা।
কুষ্টিয়ার মাটিতে বিএনপি পুনরায় সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম. বুলবুল আবু সাইদ শামীম, ওরাও ওলাল, সুপ্রমকোর্ট ও বানিত মোকারিমপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কাদের, মোকারিমপুর ইউনিয়ন বিএনপি র সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনজুর আলম দুলাল,অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মোকারিমপুর ইউনিয়নে বিএনপির সভাপতি শাহাদত হোসেন সহ স্হানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss