মোঃ লিটন উজ্জামান ভেড়ামারা প্রতিনিধি :-
কেউ কেউ জন্মান কলমকে হাতিয়ার করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। সাংবাদিকতা তাঁদের কাছে শুধু পেশা নয়—বরং এক সৎ, সাহসী ও নীতিনিষ্ঠ পথচলা। তেমনই একজন হলেন সাংবাদিক তারিকুল হক তারিক—বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল নাম। প্রায় ৪০ বছরের অভিজ্ঞতায় তিনি হয়ে উঠেছেন এলাকার মানুষের ভরসা, দুর্নীতির বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর, এবং একজন সত্যপ্রিয় অনুসন্ধানী লেখক।
সাংবাদিক তারিকুল হক তারিকের সাংবাদিকতা শুরু নব্বই দশকে, এক সময়ে যখন কুষ্টিয়া ছিল রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও ভয়ের আবরণে মোড়ানো। সত্য কথা বলা ছিল জীবন বিপন্ন করার মতো সাহসের কাজ। সেই কঠিন সময়েই তিনি লিখতে শুরু করেন সাপ্তাহিক 'ইস্পাত' ও দৈনিক 'আন্দোলনের বাজার' পত্রিকায়। এরপর তিনি আজকের কাগজ,ভোরের কাগজ, একুশে টেলিভিশনে কাজ করেছেন। তিনি প্রথম আলোতে শুরু থেকে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করেছেন। দীর্ঘ ৮ বছর মাছরাঙা টেলিভিশনে কাজ করার পর তিনি বর্তমানে ‘কালের কণ্ঠ’-এর সিনিয়র সাংবাদিক হিসেবে ১৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি দৈনিক 'এখন খবর' পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
তারিকুল হক তারিকের সাংবাদিকতা কখনও আপোষের ছিল না। এলাকার দুর্নীতি, অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে তাঁর কলম চলেছে সবসময়ই নির্ভীকভাবে। এজন্য তাঁকে সহ্য করতে হয়েছে হামলা, মিথ্যা মামলা ও হুমকি, তবু তিনি পিছু হটেননি।
সাংবাদিক তারিকুল হক তারিক কেবল শুধু সাংবাদিকই নন, বরং একজন সক্রিয় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকর্মী। ২০০৫ সাল থেকে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার সদস্য হিসেবে যুক্ত আছেন। এখানে তিনি দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, যা তাঁর দায়িত্বশীল ও সমাজকেন্দ্রিক ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে।
সাংবাদিকতার পাশাপাশি তারিকুল হক তারিক সাংবাদিক সমাজের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি ছিলেন কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহসম্পাদক, এবং বর্তমানে তিনি সেই প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সাংবাদিকরা পেয়েছেন ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা।
সাংবাদিকতার বাইরেও তারিকুল হক তারিক এক সাহিত্যপ্রেমী কবি ও লেখক। তাঁর প্রকাশিত কবিতার বই ‘চোখ ও মনের গল্প’ ‘সাংবাদিকতার দেড় যুগ’এবং ‘খবরের আগে ও পরের খবর’ একুশে বইমেলায় ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। এসব বইয়ে তিনি তুলে ধরেছেন খবরের পেছনের মানুষ, বাস্তবতা ও তার অনুভবের কথা।
তারিকুল হক তারিক দেশে-বিদেশে সাংবাদিকতা বিষয়ে বহু প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং অনুসন্ধানী সাংবাদিকতায় একাধিক পুরস্কার অর্জন করেছেন। এসব অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং কুষ্টিয়ার সাংবাদিকতার জন্য গর্বের বিষয়।
তারিকুল হক তারিক শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন সত্যযোদ্ধা, দুর্নীতিবিরোধী কণ্ঠস্বর, এবং মানবিক কলমযোদ্ধা। তাঁর কর্মজীবন তরুণ সাংবাদিকদের জন্য এক অনুপ্রেরণা—যেখানে আপোষহীনতা, নৈতিকতা এবং দায়িত্ববোধ মিলেমিশে এক জীবন্ত উদাহরণ সৃষ্টি করেছে। আগামী দিনেও তাঁর এই কলম, নেতৃত্ব ও সংগ্রাম সমাজের পক্ষে কথা বলুক—এটাই সকলের প্রত্যাশা।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss