
মোঃ আরিফুল ইসলাম
চারটি বছর পার হলো বাবা
পাইনা তোমার দেখা,
তোমায় ছাড়া এই পৃথিবী
লাগে ফাঁকা- ফাঁকা।
কত দিয়েছ মায়া-মমতা
আর করেছ কত আদর,
সারাজীবন আগলে রেখেছ
দিয়ে স্নেহের চাদর।
আমার যত সুখ-আহ্লাদ
আর ফোটাতে মুখের হাসি,
কঠোর শ্রমে তোমার গায়ের ঘাম
ঝরেছে দিবানিশি।
তোমার কথা মনে হলে
চোখে আসে পানি,
তোমার মতো এত আপনজন
আর পাবো না কোথাও জানি!
দোয়া করি বাবা তোমার জন্য
প্রতি নামাজ শেষে,
ভালো থেকো, সুখে থেকো
ঐ আঁধার কবর দেশে।