মোঃ চাঁদ আলী কুষ্টিয়া প্রতিনিধি :-
প্রশাসনের নাকের ডগায় জমজমাট ট্যাপেন্টা ও ইয়াবা কারবার, আতঙ্কে এলাকাবাসী
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের বালিঘাট গ্রামযেন এখন মাদকের অভয়ারণ্য। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্যাপেন্টা ও ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন আলোচিত মাদক কারবারি তুষার, অথচ প্রশাসন যেন নিরব দর্শক।
স্থানীয় সূত্রে জানা যায়, তালবাড়িয়া গ্রামের শরকত আলীর ছেলে তুষার দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। ট্যাপেন্টা, ইয়াবা, এমনকি গাঁজার পাইকারি ও খুচরা বিক্রয়ের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করছেন তিনি। এলাকার মানুষ তার দৌরাত্ম্যে অতিষ্ঠ, তবুও প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা এখন পর্যন্ত চোখে পড়েনি।
এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, তুষার ও তার সহযোগীরা এতটাই বেপরোয়া যে, মাদক বেচাকেনা নিয়ে কেউ মুখ খুললে তাকে দেওয়া হয় প্রকাশ্য হুমকি, এমনকি ভয়-ভীতি দেখিয়ে চুপ করিয়ে দেয়া হয়। এই পরিস্থিতিতে এলাকার তরুণ সমাজ বিপথগামী হচ্ছে, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।
তালবাড়িয়া এলাকার এক প্রবীণ বাসিন্দা জানান, “তুষার দিনের পর দিন যেভাবে ট্যাপেন্টা ও ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে সে প্রশাসনের ছত্রছায়ায় রয়েছে। নাহলে এত বছর ধরে প্রকাশ্যে এই অবৈধ ব্যবসা চালানো সম্ভব না।”
এ বিষয়ে তুষারের সাথে কথা বললে তিনি সংক্ষেপে বলেন, “আমি মাদক ব্যবসা করি না।” তবে এলাকাবাসীর বক্তব্য এবং বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অবশ্য, অনেকেই মনে করছেন — কেবল তদন্ত নয়, এই অবৈধ মাদক সিন্ডিকেটকে চিরতরে গুঁড়িয়ে দিতে হলে প্রয়োজন কঠোর অভিযান ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss