
মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়া দৌলতপুরের ধর্মদহে উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসনাইন নাহিয়ান সজীব এর নেতৃত্বে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে ধর্মদহ বাজার ও এর আশেপাশের এলাকায় জনমানুষের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ শেষে বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় দেওয়া বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তরুণ ছাত্রনেতা মো: হাসনাইন নাহিয়ান সজীব বলেন, আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ও কাঙ্খিত জাতীয় নির্বাচন, এই নির্বাচনে দৌলতপুর আসনে দল যাকে যোগ্য মনে করবেন তাকে মনোনয়ন দিবেন। আমাদের সকলের কর্তব্য তাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে এই আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া।
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এমন কোন কাজ করবেন না, এমন কোন আচার আচরণ করবেন না বা কথা বলবেন না যাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়, ধানের শীষ ক্ষতিগ্রস্ত হয়। এবং কোন অবস্থাতে ষড়যন্ত্র কারীরা যেন সফল হতে না পারে।
এসময় উপজেলা বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।