
মোঃ মামুন হোসেন কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক পরিচিত নাম মোঃ আতিয়ার রহমান তিনি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোকারিমপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মোকারিমপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভেড়ামারা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, বর্তমান ভেড়ামারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং নবনির্বাচিত মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন ধরে তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি নিষ্ঠা, সততা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে সম্প্রতি।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি তিনি জনসাধারণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এলাকার সাধারণ মানুষ তাঁর সম্পর্কে বলেন, আতিয়ার রহমান সব সময়ই জনগণের পাশে ছিলেন,দু-সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সামাজিক উন্নয়নমূলক কাজে নেতৃত্ব দিয়েছেন এবং তরুণদের রাজনীতিতে অনুপ্রাণিত করেছেন।
আতিয়ার রহমান বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার এক মহৎ মাধ্যম। আমি চাই আমার ইউনিয়নের প্রতিটি মানুষ যেনো ন্যায্য অধিকার ও উন্নয়নের সুফল পায়।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, তাঁর মতো তরুণ, উদ্যমী ও সৎ রাজনীতিকরা রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করতে পারেন।