
মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া সদর উপজেলা শাখার অন্তর্গত মনোহরদিয়া ইউনিয়ন মহিলা দলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় মনোহরদিয়া বাজার এলাকায় কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, শহিদুজ্জামান খোকন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু, আলমগীর হোসেন, মনোহরদিয়া
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, শহিদুজ্জামান খোকন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু, আলমগীর হোসেন, মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হাবিবুর রহমান (হাবিব)।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রাশেদুল ইসলাম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুক্তাদির রহমান, সদস্য বাচ্চু, হৃদয় হাসান সহ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব খান।
সার্বিক তত্বাবধানে ছিলেন, মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
মহিলা দলের নেত্রী নাজনিন আক্তারের সঞ্চালনায় এবং বেবী আক্তারের সভাপতিত্বে জান্নাতুল ফেরদৌস উর্মি, জেবুনাহার পিয়াও সনি ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
সমাবেশে জাকির হোসেন সরকার বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো মাঠে আছে, এবং নির্বাচনকে সামনে রেখে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের ভিত্তি আরও মজবুত করার আহ্বান জানান এবং আগামীর আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো মহিলা দলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।