
চাঁদ আলী কুষ্টিয়া প্রতিনিধি :
মিরপুরে দিন দিন বাড়ছে মাদকসেবীদের আনাগোনা। হাত বাড়ালেই মিলছে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। নিয়মিত মাদকবিরোধী অভিযান চললেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে কেবল চুনোপুটি কারবারিরা। অথচ মূল হোতা রাজীব রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব মিরপুর উপজেলার মরা বটতলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। একসময় তিন বেলার খাবার জোটাতে হিমশিম খেলেও এখন তিনি লাখপতি। স্থানীয়দের অভিযোগ, রাজীব বর্তমানে মিরপুর উপজেলায় গড়ে তুলেছেন বিশাল একটি মাদক চক্র। ইয়াবা বিক্রির মাধ্যমে রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।
অভিযোগ রয়েছে, তার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে হামলা-মামলা করে সরিয়ে দেওয়া হয়। অর্থবল ও প্রভাব খাটিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিচ্ছেন বলে দাবি এলাকাবাসীর। ফলে তার বিরুদ্ধে একজোট হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
বিষয়টি নিয়ে অভিযুক্ত রাজীব বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি আগে ব্যবসা করতাম, এখন আর করি না। আপনারা যা পারেন তাই করুন। আমি যুবলীগ করি।”
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”