মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন পরিবেশে বিদ্যালয়ের দুইজন শিক্ষিকার বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ কর্মজীবনের সফল পরিসমাপ্তি ঘটিয়ে অবসরে গেছেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা মোছাঃ মমতাজ বেগম ও স্মৃতি রানী দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য সচিব, জেলা বিএনপি কুষ্টিয়া।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষিকাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষকদের আত্মনিবেদন, মমতা ও পরিশ্রমই শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। বিদ্যালয়ের উন্নয়নে বিদায়ী শিক্ষিকাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরিফুর রহমান সুমন, আহবায়ক, কৃষক দল কুষ্টিয়া; আশরাফুল ইসলাম শিপলু, সদস্য সচিব, জাতীয়তাবাদী মৎস্য দল কুষ্টিয়া সদর উপজেলা; এবং আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। শেষে বিদায়ী শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss