মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া : ধানের শীষ—এটা শুধু একটা প্রতীক নয়, এটা গণতন্ত্রের প্রতীক, মানুষের অধিকার ফিরে পাওয়ার প্রতীক বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া -২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী।
রবিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মৎস্যজীবী দলের এক বিশাল সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী আরও বলেন, “এখন সময় ঘরে ঘরে যাওয়ার, প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার। আমাদের প্রতীক ধানের শীষ—এটা শুধু একটা প্রতীক নয়, এটা গণতন্ত্রের প্রতীক, মানুষের অধিকার ফিরে পাওয়ার প্রতীক।”
তিনি বলেন, “আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি, এই মাটি ও মানুষের পক্ষে কথা বলি, তাদের এখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। ভোটারদের বোঝাতে হবে, পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিতে হবে।”
এজন্য নেতাকর্মীদের ধানের শীষে ভোট চাইতে ঘরে ঘরে যেতে হবে।
সভায় তিনি আরও বলেন, “মৎস্যজীবী দলের সংগ্রামী ভাইয়েরা সবসময় আন্দোলন সংগ্রামে পাশে ছিলেন। এবার নির্বাচনী লড়াইয়ে আপনাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।”
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হাওয়াই একাধিক প্রার্থী ও তাদের মধ্যে মতভেদ থাকতে পারে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ধানের শীষকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মিরপুর উপজেলা একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এজন্য উন্নতির পথে একযোগী প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন তিনি।
মিরপুর উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের চমনের সঞ্চালনায় এবং বারুইপাড়া ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুজ্জামান রঞ্জুর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, মিরপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানী, কুষ্টিয়া জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব রেজাউল করিম রেজা, আহবায়ক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ, পৌর মৎস্যজীবি দলের সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক মো: সালাহউদ্দিন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের স্থানীয় নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক কর্মী-সমর্থক। ব্যারিস্টার রাগীবের বক্তব্যে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একযোগে ধানের শীষের বিজয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss