
মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: ইকবাল হোসেন বলেছেন, উদ্যোক্তারা দেশ গড়তে বদ্ধপরিকর, আমার বিশ্বাস উদ্যোক্তারা একসময় মাথা তুলে দাঁড়াবেন।
তিনি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে এগিয়ে নিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ, অবকাঠামো সুবিধা এবং বাজারজাতকরণে বিসিকের ভূমিকা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টর চত্বরে আয়োজিত ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিসিক শিল্পনগরীতে যারা উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন, তারা শুধু নিজেদের কর্মসংস্থানই সৃষ্টি করেননি, বরং অন্যদের জন্যও তৈরি করেছেন কর্মের সুযোগ। নারীদের স্বাবলম্বী করতে এবং যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও বিসিক নিয়মিত উদ্যোগ নিচ্ছে।
কুষ্টিয়া একটা ব্যবসা-বানিজ্যের জন্য উর্বর ভূমি উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, এ জেলায় অনেক মনিষীর জন্ম হয়েছে এছাড়াও ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ এ জেলা।এখানে সম্পদের কোন শেষ নেই। উদ্যোক্তারা দেশ গড়তে বদ্ধপরিকর, আমার বিশ্বাস আপনারা যারা উদ্যোক্তা তারা একসময় মাথা তুলে দাঁড়াবেন।
জেলা প্রশাসক বলেন, পিয়ন থেকে কর্মকর্তা পর্যন্ত ১৫ লাখ চাকরির সুযোগ রয়েছে। আগামী বিশ্ব এভাবে চলবে না। গোল্ডেন হ্যান্ডশেক করে বিদায় করে দেবে। তাই দেশ গড়ার পথে বিসিক তাই আজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং লাখো স্বপ্নবান উদ্যোক্তার শক্তি ও ভরসার জায়গা বলেও জানান তিনি।
বিসিক কুষ্টিয়া জেলা কার্যালয়ের মহাব্যবস্থাপক আসানুজ্জামান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো: হাসান ইমাম ও বিসিক কুষ্টিয়ার উপ ব্যবস্থাপক সোহেল রানা।
সভাপতির বক্তব্যে বিসিক কুষ্টিয়া জেলা কার্যালয়ের ডিজিএম আসানুজ্জামান মুকুল বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এ মেলার মূখ্য উদ্দেশ্য। পণ্যের বাজার সৃষ্টিতে উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে দিচ্ছে এ মেলা। উদ্যোক্তা সৃষ্টি হলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিসিক দেশের অর্থনীতিতে অবদান রাখতে এ মেলার আয়োজন করেছে। মেলায় উদ্যোক্তা ও ক্রেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই নতুন উদ্যোক্তা হতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আগ্রহীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করছি। আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। তাদের উদ্যোক্তা হতে সবধরণের সহযোগিতা করা হবে।
মেলায় কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলার বিসিক উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, তেল মশলা, পাটের বিভিন্ন পণ্য মৃতশিল্পের পণ্যসহ হস্ত ও কুটির শিল্পের ৫০টি স্টলে দেশি-বিদেশি হরেক রকমের উন্নত পণ্যের প্রদর্শন করা হয়।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত বিসিক উদ্যোক্তা মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া সন্ধ্যার পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রচার ও প্রসারের জন্যই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।