
মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এ দোয়া মাহফিলে দেশের সার্বিক কল্যাণ ও স্থিতিশীলতাও কামনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,
ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল আজিম বাবু। ভেড়ামারা পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল হক। ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, এস এস আল হোসাইন সোহাগ। ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মোঃ সিজার ও মোঃ মিলন খান
ভেড়ামারা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি, মোঃ নিজাম মন্ডল বাহিরচর ইউনিয়ন, ৮ নং ওয়াড বিএনপির সহ-সভাপতি
মোঃ সিদ্দিক কাজী বাহিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ আকরাম হোসেন ও যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ।কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক সদস্য,
আরিফুল ইসলাম নিলয়।
ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মোঃ ওয়াসিম আকরাম ও ছাত্রনেতা মোঃ জাহিদ, মোঃ মানিক, মোঃ তুষার আলী, মোঃ অভি, মোঃ অনিক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা ও আরোগ্যের জন্য দেশবাসীর উদ্বেগ এবং শুভকামনা অব্যাহত রয়েছে।
দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ফিরিয়ে আনতে বিভিন্ন স্থানে এ ধরনের দোয়া কর্মসূচি অব্যাহত থাকবে।
আয়োজনেঃ ভেড়ামারা উপজেলা ছাত্রদল।
স্থান: ১২ মাইল বাজার, ভেড়ামারা, কুষ্টিয়া।