
ভেড়ামারা উপজেলা প্রতিনিধিঃ ইখলাস হোসেন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বিকাশের দোকানের ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকান মালিক মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু (৩৭), পিতা– মোঃ রবিউল ইসলাম, সাং– ফারাকপুর, পৌর ১নং ওয়ার্ড, থানা– ভেড়ামারা, জেলা– কুষ্টিয়া। তিনি ফারাকপুর নাসিম স্ট্যান্ড (ভেড়ামারা থেকে গোলাপনগর রোড) সংলগ্ন এলাকায় একটি দোকান পরিচালনা করেন।
জানা যায়, দোকানে কোনো কর্মচারী উপস্থিত না থাকার সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দোকানে বেআইনিভাবে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে ব্যবসার নগদ ৮৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে দোকান মালিকের বাবা মোঃ রবিউল ইসলাম দোকানে এসে ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পান এবং ক্যাশ ড্রয়ারে কোনো টাকা না থাকায় চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় দোকান মালিক আশপাশের ব্যবসায়ীদের অবগত করেন এবং দোকানে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির প্রমাণ পান। পরে বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী দোকান মালিক অভিযোগে জানান, দ্রুত চোর শনাক্ত করে চুরি যাওয়া টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।