
মোঃ জামাল উদ্দিন কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
বুধবার সকালে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী।
প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল,“আমার দেশ, আমার স্বপ্ন”, “শিক্ষা ও স্বাধীনতা” ও “পরিবেশ ও আগামীর বাংলাদেশ”।
শিশুদের রঙতুলিতে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা, সবুজ প্রকৃতি, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও মানবিক মূল্যবোধ।
তাদের সৃষ্টিশীলতা, চিন্তাশক্তি ও দেশপ্রেমে মুগ্ধ হয় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা।
এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর
এসময় তিনি তার বক্তব্যে বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ায় ও দেশপ্রেমে অনুপ্রাণিত করে। এডুকেয়ার সবসময় এমন উদ্দীপনামূলক কর্মকাণ্ডে বিশ্বাসী।”
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিশুদের মন-মানস গঠনে শিল্পচর্চা অপরিহার্য। এমন আয়োজন তাদের মেধা ও কল্পনার জগৎকে আরও সমৃদ্ধ করে।” চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি শিশুদের জন্য এক প্রাণবন্ত অভিজ্ঞতা ছিল, যা তাদের শৈল্পিক চিন্তাকে আরও উৎসাহিত করবে। একজন শুদ্ধ মানুষ হতে গেলে শিল্প বিকাশের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা।
অভিভাবক ও শিক্ষকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের মাঝে আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পড়াশোনার বাইরেও তাদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।