কুষ্টিয়া শহরের হাউজিং এফ ব্লকে চাঁদাগাড়া মাঠে আইডিএফ স্কুল আয়োজিত ভর্তি মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হাউজিং এফ ব্লকে আইডিএফ স্কুলে মাঠে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এসএম শাফিউল আযম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "এ ধরনের উৎসব শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সম্প্রীতি বাড়ায়। পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার সুযোগ করে দেয়।"
আইডিএফ স্কুলের অধ্যক্ষ উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে
এসময় এসএসসি ব্যাচ ৯৪'র বিনোদ আগরওয়ালা, জিল্লুর রহমান, তানজিমা রহমান, ফিরোজা খাতুন, রেখা আক্তার, ঝর্ণা আক্তার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকদের সরব উপস্থিতিতে উৎসবটি হয়ে উঠে প্রাণবন্ত ও জমজমাট।
আইডিএফ স্কুলের অধ্যক্ষ উম্মে তাবাসসুম জানান, “এই আয়োজন শুধু উৎসব নয়, শিক্ষার গুণগত মান ও স্কুলের পরিবেশ তুলে ধরার সুযোগ।” এছাড়াও ২৩ হতে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলমান মেলা উপলক্ষে শিক্ষার্থীরা ভর্তি হলে সেশন চার্জনও ভর্তি ফি একদম ফ্রী বলেও জানান তিনি।
মেলায় ছিল, নানান ধরনের ঐতিহ্যবাহী পিঠার আয়োজন, ভর্তি বিষয়ক তথ্য ও সহযোগিতা বুথ,শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।
পিঠার গন্ধ, বর্ণিল সাজ এবং হাস্যোজ্জ্বল মুখগুলো মিলে পুরো আয়োজন হয়ে উঠে এক উৎসবমুখর পরিবেশের প্রতিচ্ছবি।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss