
মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি ;
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ঢাকার ৩০০ ফিট এলাকায় উপস্থিত হয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা মিরপুর থেকে আগত বিএনপির নেতাকর্মীরা।
এ সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা–মিরপুর আসনের ধানের শীষের কান্ডারী, বিশিষ্ট আইনজীবী এবং কুষ্টিয়া-২ আসনের বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
শুভেচ্ছা জানাতে আগত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসনের পথে আরও এগিয়ে যাবে—এটাই তাদের প্রত্যাশা।
এই উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্লোগান ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেন।