
মোঃ লিটন উজ্জামান ভেড়ামারা প্রতিনিধি :-
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিসপ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ, মোঃ শাহিনুর রহমান সিজার যুগ্ম আহবায়ক ভেড়ামারা উপজেলা যুবদল এবং ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তারিক আজীজ কৌশিক, সিনিয়র সহ সভাপতি মোঃ রুবেল আহাম্মেদ,সিনিয়র সহসাধারণ সম্পাদক এসএম মিরাজুল ইসলাম নিলয়,সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাসেল সহ কমিটির সামাজিক কর্মকাণ্ড সম্পৃক্ত, পদ বঞ্চিত ও ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনেকেই,সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে জিসপকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য সম্প্রসারণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।