
মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোলাপনগর (বাঙ্গালপাড়া) বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ ইং (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
মাহফিলটি গোলাপনগর (বাঙ্গালপাড়া) বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ প্রাঙ্গণে, গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া এলাকায় আয়োজন করা হয়েছে। বাদ আছর থেকে মাহফিল শুরু হবে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ যুবাইর (ঢাকা)। বিশেষ আলোচনায় অংশ নেবেন হাফেজ মোঃ আব্দুল খালেক, প্রতিষ্ঠাতা ও পরিচালক, স্বীনি খিদমাহ সদকায়ে জারিয়া নূরানী মরুবখানা, চর গোলাপনগর। এছাড়াও মাহফিলে স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ তোফাজ্জেল ব্যাপারী। আর ওয়াজ ও দোয়ার মাহফিল পরিচালনা করবেন হাফেজ মোঃ রাকিবুল ইসলাম, পেশ ইমাম ও খতিব, অত্র জামে মসজিদ।
মসজিদ কমিটি ও আয়োজকরা মাহফিলের মাধ্যমে দ্বীনি শিক্ষা ও আমলের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছেন। এ মহতী ও বরকতময় মাহফিলে সর্বস্তরের মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।