
মোঃ লিটন উজ্জামান ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাল-এর বড় ভাই মোঃ শাহজালাল অসুস্থ হয়ে রাজধানীর সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল আবু সাঈদ শামীম এবং নারী ও শিশু অধিকার ফোরাম, কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব কাউছার আজম।
এ সময় তারা মোঃ শাহজালালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে মানসিক সান্ত্বনা প্রদান করেন।
নেতৃবৃন্দ মোঃ শাহজালালের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।