মোঃ লিটন উজ্জামান ভেড়ামারা প্রতিনিধি :-
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব জসিম উদ্দিনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং ভেড়ামারা উপজেলা বিভিন্ন পর্যায়ের সুধীজন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনী পরিবেশ, ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
সভা শেষে সকল পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।