
মোঃ লিটন উজ্জামান ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া, বাহাদুরপুর এলাকায় কুচিয়ামোড়া মডেল হাইস্কুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।
শিক্ষা বিস্তারে নতুন এই বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী। উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মোঃ শাহাজান আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। গ্রাম পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। তিনি কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের সার্বিক সফলতা কামনা করেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।
স্থানীয় এলাকাবাসী কুচিয়ামোড়া মডেল হাইস্কুল প্রতিষ্ঠায় সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে এলাকার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।