
মোঃ লিটন উজ্জামান
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করেছে দারিদ্র্য সেবা সংস্থা। ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ শাহাজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকারিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মোকারিমপুর ইউনিয়নের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জান মোহাম্মদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকারুল ইসলাম জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারি হেলাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জনাব লাল মোহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা কৃষক দল আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব পিকলু মালিথা এবং কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব শাকিল উদ্দিন।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে।
শেষে শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।