
জামাল উদ্দিন কুষ্টিয়া প্রতিনিধি :
কমলাপুরে পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে জাগ্রত পথ শিশু সংগঠন।
মঙ্গলবার এ মানবিক কর্মসূচির মাধ্যমে শীতার্ত পথ শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
জাগ্রত পথ শিশু কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট নুসরাত জাহান কথা ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মিঠু শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণকালে বলেন, “শীতকালে প্রত্যেক শিশুর উষ্ণ থাকার অধিকার আছে। আমরা চাই, কেউ শীতের কষ্টে আক্রান্ত না হোক। প্রতিটি শিশু হাসিখুশি থাকুক, শিক্ষা ও আনন্দে ঘেরা জীবন কাটাক—এই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করব এমন মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে, যাতে পথ শিশুদের জন্য সমাজে সহানুভূতি ও যত্ন নিশ্চিত হয়।”
তারা আরও বলেন, সমাজের অবহেলিত পথ শিশুদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে এসব শিশুদের কষ্ট লাঘবে এমন উদ্যোগ অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, চেয়ারম্যান, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এবং মোঃ ফাহিম, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।