স্টাফ রিপোর্টার:
ভালুকা উপজেলার ৭ নং মল্লিক বাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামের একটি কাঁচা রাস্তার এইচ বিবি কাজের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত আগামী জাতীয় সংসদ প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু।
বৃহস্পতিবার বিকালে নয়নপুর মধ্য বাজারে টিআর কাবিখার বরাদ্দকৃত রাস্তার এইচ বিবি কাজের উদ্বোধন করেন , এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন, জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মাওলানা মোবারক হোসাইন,উপজেলা বায়তুলমাল সম্পাদক ইঞ্জিনিয়ার শরীফ মোল্লা, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সাইদ, সেক্রেটারি মাহফিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আব্দুস ছালাম,আব্দুল হান্নান, ওমর ফারুক ও ৭ নং ধামশুর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা ডাক্তার শামসুল হক এবং ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি সাব্বির আহমেদ প্রমূখ।