মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কৃষি খাতের উন্নয়নে ৪টি ব্যাংকের যৌথ উদ্যোগে ১১ জন কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর পরিচালক মোহাম্মদ আবুল হাসেম।
সোনালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে অনুষ্ঠিত এই ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার এবং সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, সুনামগঞ্জ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য।
এছাড়া উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার সিনিয়র অফিসার ফয়েজ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার ম্যানেজার সুমন ভট্টাচার্য্য, কৃষি ব্যাংক ম্যানেজার শরিফ আহম্মেদ খান, জনতা ব্যাংক ম্যানেজার হুমায়ুন কবির ও পূর্বালী ব্যাংক ম্যানেজার দিপংকর চৌধুরী
অনুষ্ঠানে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় কৃষকেরা অংশগ্রহণ করেন।
প্রকাশ্য এ ঋন বিতরণ অনুষ্ঠানে মোট ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ জন কৃষকের মাঝে ১৭ লক্ষ ৭৫ হাজার টাকার কৃষি ঋণ বিতরণ করে।
মো. শাহীন আলম
সুনামগঞ্জ প্রতিনিধি
২৬.০৬.২০২৫