বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন অফ নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় পার্টনার কংগ্রেস- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯জুন) ধনবাড়ী উপজেলা মডেল মসজিদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধনবাড়ী টাঙ্গাইলের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইল জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান । পার্টনার কংগ্রেস -২০২৫ এর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।