ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে তিনজনের মর্মান্তিক মৃত্যু
প্রাণ হারিয়েছেন দুই প্রকৌশলী ও এক শ্রমিক; ‘বিল্ডিং ফর ফিউচার’ নামের প্রতিষ্ঠানের নির্মাণকাজে এই দুর্ঘটনা ঘটে
যশোর শহরের খড়কি সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ব্যালকনি ভেঙে পড়ে দুই প্রকৌশলী ও এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার কিছুক্ষণ আগে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভবনটি নির্মাণ করছিল ‘বিল্ডিং ফর ফিউচার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি যশোরের সাবেক সরকারি কৌঁসুলি বাহাউদ্দিন ইকবালের মালিকানাধীন জমিতে তৈরি করা হচ্ছিল। ভবনটির সাত তলা পর্যন্ত কাজ শেষ হলেও আট তলার নির্মাণ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সেখানে বৈদ্যুতিক কাজ চলছিল। ওই ভবনে কর্মরত শ্রমিক মুজিবর বলেন, দুপুরের দিকে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার আজিজুর রহমান ও সাব-কনট্রাক্টর শ্রমিক নুরু ভবনের ওপরে ওঠেন। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দ শুনে সবাই ছুটে আসেন। দেখা যায়, ব্যালকনি ধসে তিনজনই নিচে পড়ে গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহত প্রকৌশলী মিজানুরের বাড়ি কুষ্টিয়ায়, আজিজুরের বাড়ি দিনাজপুরে এবং শ্রমিক নুরুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান।
এদিকে, পাশের ভবনের বাসিন্দা জহুরুল হক শিমুল জানান, সম্প্রতি ছয় তলায় একটি বর্ধিত ব্যালকনি নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই ব্যালকনি পরিদর্শন করতে গিয়েই তারা এই দুঘর্টনার শিকার হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনজনের মরদেহ বর্তমানে মর্গে রাখা রয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।