December 26, 2025, 2:18 am
Title :
জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ৩০০ ফিটে ভেড়ামারা-মিরপুর আসনের বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি আইডিএফ স্কুলে ভর্তি মেলা ও পিঠা উৎসবের জমকালো উদ্বোধন কুষ্টিয়া-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আরিফুজ্জামান এর মনোনয়ন ফরম সংগ্রহ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ করলেন ভেড়ামারায় দোকানের ড্রয়ারের তালা ভেঙে নগদ ৮৫ হাজার টাকা চুরি কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের  প্রতিষ্ঠাবার্ষিকী পালন রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো: জায়েদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দৌলতপুরে দোয়া ও শীতবস্ত্র বিতরণ ভেড়ামারা উপজেলা ও পৌর ছাত্রদলের নির্বাচনি দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যার পর সাবেক স্বামীর আত্মহত্যা

Coder Boss
  • Update Time : Tuesday, July 1, 2025
  • 138 Time View

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহ নগরীতে বাসায় ঢুকে রওশন আক্তার (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার পর তাঁর সাবেক স্বামী পাশের কক্ষে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যার আগে রাকিবুল করিম (৫০) নামের ওই ব্যক্তি নিজের জমিজমার দলিলপত্র তাঁর মেয়েকে বুঝিয়ে দেন।

জানা গেছে, আজ (মঙ্গলবার ০১ জুলাই) ভোরে ময়মনসিংহ নগরের গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুজনেরই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গুলকীবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েকে নিয়ে থাকতেন রওশন আক্তার (৪২)। তাঁর বাবার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার রাজুর বাজার এলাকায়। তিন মাস আগে নগরীর সেনবাড়ি এলাকার ওমান প্রবাসী রাকিবুল করিম (৫০) সঙ্গে তাঁর বিয়ে বিচ্ছেদ হয়। তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের ও ছোট মেয়ে ময়মনসিংহ নগরের ক্যান্টনমেন্ট কলেজে উচ্চমাধ্যমিকে পড়ে। পারিবারিক কলহের জেরে রাকিবুলকে মাস তিনেক আগে তাঁর স্ত্রীকে তালাক দেন।

আজ ভোরে রওশন আক্তারের ভাড়া বাসায় ঢুকে তাঁকে ছুরিকাঘাত শুরু করেন রাকিবুল। মাকে ছুরিকাঘাত করতে দেখে ছোট মেয়ে ভয় পেয়ে অন্য একটি কক্ষে আশ্রয় নেয়। রওশন আক্তারকে হত্যার পর রাকিবুল বাসার অপর একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে।

রওশন আক্তারের ভাতিজা ইকবাল হোসেন শাওন বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে দুজনের বিচ্ছেদ হয়েছে মাস তিনেক আগে। কিন্তু সকালে রওশন আক্তারের ভাড়া বাসায় ঢুকে রাকিবুল তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে মেয়েকে বেঁধে রেখে অন্য একটি কক্ষে গিয়ে দরজা লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে নেত্রকোনা থেকে ছুটে এসে লাশ দেখতে পাই।’

বাড়িটির দায়িত্বে থাকা রকিবুল ইসলাম লিটন বলেন, ‘১০-১২ বছর আগে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল রওশন আক্তার ও তার মেয়েরা। তবে বড় মেয়ে ঢাকায় থাকতেন। তাঁদের চালচলন ভালোই ছিল। কিন্তু হঠাৎ এমন ঘটনা ঘটবে, ভাবতে পারিনি।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান, ‘গত ২৪ জুন ওমান থেকে দেশে আসেন রাকিবুল করিম। প্রায় তিন মাস আগে স্ত্রী রওশন আক্তার তাঁকে তালাক দেন। আজ বাসায় ঢুকে প্রথমে স্ত্রীকে হত্যা করেন। তারপর নিজের জমিজমার দলিলপত্র মেয়েকে বুঝিয়ে দিয়ে নিজেও আত্মহত্যা করেন। ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না তা আমরা খতিয়ে দেখছি। দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102