চাঁদ আলী কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল এবং আত্মীয়স্বজনরা অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ছিল বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ঠিক আগের রাতে মুখোশধারী ১০-১২ জন দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে। বিদ্যুৎ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাড়ির চারপাশ অন্ধকারে ডুবে যায়। এই সুযোগে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। আতঙ্কিত স্বজনদের কাছ থেকে প্রায় ১ ভরি ৭ আনা স্বর্ণালংকার, ৬ ভরি রূপা এবং নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।