রুবেল হোসেন ঢাকা প্রতিনিধি :-
ভারতে উন্নত চিকিৎসার জন্য গমন করা এক প্রবাসীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তার বাড়িতে চুরি করে সর্বস্ব লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ মনির বেপারী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি ভারত গমন করেন। কিন্তু তার অনুপস্থিতির সুযোগে চক্রটি তার বড়বাড়ি কাচকুরা বাসায় হামলা চালিয়ে মূল্যবান মালামাল ও আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
মোঃ মনির বেপারীর স্থায়ী ঠিকানা—গ্রাম: দক্ষিণ রমজানপুর, পোস্ট অফিস: রমজানপুর হাট, থানা: কালকিনি, জেলা: মাদারীপুর। বর্তমানে তিনি বসবাস করতেন
বড়বাড়ি কাচকুরা উত্তরখান ঢাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরি সংঘটিত হওয়ার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। প্রতিবেশীরা পরবর্তীতে বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীর স্বজনদের খবর দেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
আরও স্থানীয় তদন্তের মাধ্যমে জানতে পারেন লুট করেছেন মোঃ রবিউল হাওলাদার পিতা.বাদশা হাওলাদার গ্রাম দক্ষিণ রমজানপুর পোস্ট অফিস রমজানপুর হাট থানা কালকিনি জেলা মাদারীপুর।
বর্তমানে বসবাস করেন, বন্ডাক পাড়া, কদমতলী, কেরানীগঞ্জ ঢাকা,বিভিন্ন সুত্রে জানা যায় রবিউল বিভিন্ন চোরাই কিতো মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জরিত।
এ বিষয়ে উওরখান থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা এই ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।