ভালুকা উপজেলা প্রতিনিধি:
জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলকে শক্তিশালী এবং গতিশীল করার লক্ষে মুহাম্মদ আব্দুল্লাহ আল হাদীকে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দল ভালুকা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক পদ মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দল ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার আহবায়ক মোঃ মোফাজ্জল হোসেন গাজী ও ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম এবং ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলার যুগ্ন আহবায়ক মোঃ মাহমুদুল হাসান মিন্টু মৃধার স্বাক্ষরিত দলীয় প্যাডে মুহাম্মদ আব্দুল্লাহ আল হাদীকে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দল ভালুকা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক পদ মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়।
মুহাম্মদ আব্দুল্লাহ আল হাদী বলেন, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটো চালক দল ভালুকা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত করায় ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার আহবায়ক মোঃ মোফাজ্জল হোসেন গাজী ও ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম এবং ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলার যুগ্ন আহবায়ক জনাব মোঃ মাহমুদুল হাসান মিন্টু মৃধা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান- অটো চালক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ আক্কাস আলী ও জেলার সকল যুগ্ম আহবায়ক ও নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। নেতারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে কাজ করব।