মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
গতকাল ২৬/৮/২৫ ইংরেজি, রোজ মঙ্গলবার বাদ এশা, আইএবি ভেড়ামারা জুনিয়াদহ ইউনিয়ন শাখা কার্যালয়ে,আইএবি জুনিয়াদহ ইউনিয়ন সভাপতি ক্বারি মুহাইমিনুল ইসলামের সভাপতিত্বে, মাওলানা আবু ওয়াক্কাস কে সভাপতি ও সোলাইমান হোসেন কে সাধারণ সম্পাদক এবং জনাব সাইদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন এর পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর গুরুত্ব ও PR পদ্ধতিতে নির্বাচন আয়োজন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি মুফতী ফরীদ উদ্দীন আবরার দাঃবাঃ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা ও ইউনিয়ন কমিটির শপথ বাক্য পাঠ করান ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সংগ্রামী সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান কাবিল। আরও আলোচনা পেশ করেন,ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদুল ইসলাম এবং জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা থানা শাখার সভাপতি মুফতী খায়রুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।